সারাদেশ

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী     

সংবাদ চলমান ডেস্ক:
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। রোববার দেশটিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিশাল ব্যবধানে নির্বাচিত হন সানা।

বিশ্বে এর আগে এত কম বয়সে কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেননি। এতদিন এ রেকর্ডটির মালিক ছিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক। চলতি বছরের আগস্টে নির্বাচিত হওয়া ওলেসির বয়স ৩৫ বছর।

জানা যায়, আগামী মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা। ফিনল্যান্ডের সোস্যাল ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হওয়া সানা মেরিন এর আগে দেশটির পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর সানা বলেন, ‘আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি। পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’

এর আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্তি রিনে। গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া আস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ করেন তিনি।

ইউরোপের ছোট দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ডাক বিভাগের ৭০০ কর্মীর মজুরি কমানোর পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই রাজনৈতিক সংকটের কারণেই পদত্যাগ করতে বাধ্য হন অ্যান্তি রিনে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button