সারাদেশ
ফাল্গুনীর ধাক্কায় প্রাণ গেল পাঁচ শ্রমিকের
চলমান ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী বাসের ধাক্কায় পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পারুলিয়া ইউপির বাসিন্দা বদির, মিজান, সিরাজুল ইসলাম, সুমন ও অজ্ঞাত। আহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, নসিমনে করে শ্রমিকরা পৌরশহরের লিঙ্ক রোড থেকে কাজের উদ্দেশে রওনা হন। পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফাল্গুনী পরিবহনের একটি বাস তাদের নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিজান নিহত ও ১১ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বদির ও সুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিরাজুল মারা যান। এছাড়া ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর অজ্ঞাত আরো একজনের মৃত্যু হয়।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান মুকিম মুন্সি জানান, নিহত ও আহত শ্রমিকরা তার ইউপির বাসিন্দা। তারা বিল্ডিংয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।