সারাদেশ

পানি নিয়ে সংঘর্ষ, কাটা পড়লো গৃহবধূর চুল

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপিতে বুধবার দু’পক্ষের সংঘর্ষের সময় এক গৃহবধূর চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ সংঘর্ষে ৭-৮ জন আহত হয়েছেন। চুল কেটে দেয়ার ঘটনায় পুলিশ রাতে একজনকে আটক করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

উপজেলার বুড়িগঞ্জ ইউপির খাদুইল গ্রামে গভীর নলকুপ থেকে পানি নেয়া নিয়ে বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে মারামারি বাধে। এতে ২টি বাড়ি ভাঙচুরসহ কয়েক জন আহত হয়। এ সময় এক নারীকে মারপিট করে কাচি দিয়ে চুল কেটে দেয়া হয়।

এ ব্যাপারে ওই নারীর স্বামী থানায় রাতে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রানা নামে এক ব্যক্তিকে আটক করে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূর স্বামী আজবাহার বাদী হয়ে মামলা করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button