পরিবারের অগোচরে বিয়ের পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
চলমান ডেস্ক : ঢাকার আশুলিয়ার সুটিংবাড়ি এলাকার আলাউদ্দিনের ভাড়া বাড়িতে বাস করতেন সুজন (২৮) ও শাহনাজ বেগম (২৩) নামে এক দম্পতি। তারা নিজেদের পরিবারকে না জানিয়ে নিজেরা বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার রাতে সুজন তার পোশাক শ্রমিক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানায়, শাহনাজ বেগম ও সুজন নিজের পরিবারকে না জানিয়ে বিয়ে করে। এর পর থেকে সুটিং বাড়ি এলাকার আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতো শাহনাজ।
সুজন ও ওই কারখানায়ই চাকরি করতো। শাহনাজ বেগম বাগেরহাট জেলার বাসিন্দা। সুজনের কোনো ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের এসআই আরমান আসওয়াদ জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় সুজন তার স্ত্রী শাহনাজকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা দরজা খোলা অথচ কোনো লোকের সাড়া না পেয়ে বাসায় খবর নিলে শাহনাজের লাশ দেখতে পায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।