নামেই স্বাস্থ্য কেন্দ্র!
যশোর সংবাদদাতা: যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দরজা সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকলেও ভেতরে থাকেন না কেউ।
একজন আয়া নিত্য হাসপাতালের গেট খোলেন আর বন্ধ করেন। তিনিও অফিস সময়ে হাসপাতাল ছেড়ে থাকেন পাশের ডাক্তারের কোয়াটারে।
তিন বছর ধরে এই হাসপাতালে নেই কোনো পরিবার কল্যাণ পরিদর্শিক (এফডব্লিউবি) ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। সেবা নিতে এসে কাউকে না পেয়ে এখানে এখন আর আসেন না কোনো রোগী।
সম্প্রতি সরেজমিন অফিস সময়ে মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসক ও রোগী বিহীন ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।
একই অবস্থা উপজেলার হরিহরনগর ও খেদাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের। এই কেন্দ্র দুটিতেও এফডব্লিওভি এবং সেকমো নেই দীর্ঘদিন। হরিহরনগর কেন্দ্রে রয়েছে একজন আয়া আর খেদাপাড়া কেন্দ্রে রয়েছে এক পিওন ও একজন আয়া। জরুরি মুহূর্তে আগত রোগীদের চিকিৎসা দেন তারা।
মণিরামপুরে ১৭টি ইউপির মধ্যে সদর ইউপি বাদে বাকি ১৬ টি ইউনিয়নে রয়েছে একটি করে স্বাস্থ্য কেন্দ্র। পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়ের সেবা, শিশু সেবা ও সাধারণ রোগীর সেবার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে এসব স্বাস্থ্য কেন্দ্রগুলো।
সেবার জন্য প্রতি কেন্দ্রে একজন করে এফডব্লিউবি ও একজন করে সেকমো থাকার কথা। কিন্তু মশ্মিমনগর, হরিহরনগর ও খেদাপাড়া ইউনিয়ন স্বাস্থ কেন্দ্রে নেই।
বাকি কেন্দ্রগুলোকে এফডব্লিউবি আছেন। তবে রোহিতা, কাশিমনগর, চালুয়াহাটি, নেহালপুর ও মনোহরপুর কেন্দ্রে সেকমো থাকলেও বাকি কেন্দ্রগুলোতে এই পদটি রয়েছে শূন্য।
এছাড়া কেন্দ্রগুলোতে গর্ভবতী নারীর পরীক্ষা-নিরীক্ষা করার নেই আধুনিক কোনো যন্ত্রপাতি, নেই পর্যাপ্ত ওষুধও।
অন্য কেন্দ্রগুলোতে যারা আছেন তাদের অনেকেই নানা অজুহাতে ঠিকমত কর্মস্থলে হাজির থাকেন না বলে অভিযোগ। ফলে এসব কেন্দ্রে মানসম্মত সেবা মিলছে না রোগীদের।
মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের আয়া স্বপ্না খাতুন বলেন, এখানে অনেকদিন ধরে এফডব্লিউবি ও ডাক্তার নেই। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার দুইদিন চালুয়াহাটি কেন্দ্র থেকে এফডব্লিউবি নাছিমা আক্তার আসেন।
খেদাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এফডব্লিউবি শ্রাবন্তী বিশ্বাস মাতৃত্বকালীন ছুটিতে থাকায় হরিদাসকাটি কেন্দ্রের এফডব্লিউবি বিচিত্রা বিশ্বাস সপ্তাহে শনি ও বুধবার এই কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
সপ্তাহে দুইদিন খেদাপাড়া কেন্দ্রে তার বসার কথা থাকলেও নানা কারণে তিনি অনুপস্থিত থাকেন। ফলে সপ্তাহ জুড়ে এই কেন্দ্রে আয়া আর পিওন ছাড়া কারো দেখা মেলে না।
খেদাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পিওন মাসুদ রানা বলেন, সপ্তাহে দুইদিন তিনি আসেন। অন্যদিন রোগী আসলে জরুরি হলে এফডব্লিউবির সঙ্গে যোগাযোগ করে আমরা ওষুধ দিই।
হেলাঞ্চি গ্রামের বৃদ্ধা জয়গুণ বেগম বলেন, ‘রোগ হলি এই হাসপাতালে আসি, ওষুধ নিই। ডাক্তার না পালি তহন কিনে খাই।’
মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, মাঝেমধ্যে ওষুধের কিছু সমস্যা হয়। এখন পর্যাপ্ত ওষুধ আছে। আর লোকবল কম থাকায় সেবা দিতে সমস্যা হচ্ছে।
নতুন করে কিছু লোক নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে। তারা কর্মস্থলে যোগদান করলে এই সমস্যাগুলো সমাধান হবে বলে আশা করি।