সারাদেশ
নকল ওষুধ বিক্রি, আটক ২
চলমান ডেস্ক: যশোরের চৌগাছায় নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ওই উপজেলার সিংহঝুলি গ্রামের বিল্লাল হোসেন, চাঁদপাড়া গ্রামের তুহিন বিশ্বাস।
রোববার তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌগাছা শহরের খান ফার্মেসি ও মা ফার্মেসিতে নকল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, ওই দুই ফার্মেসিতে ইনসেপ্টা কোম্পানির মন্টেয়ার-১০ ওষুধের নকল বিক্রি হচ্ছিল। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন- আসল মন্টেয়ার-১০ ওষুদের ক্রয়মূল্য ১৩.৫০ টাকা নকল ওষুধের মূল্য পাঁচ টাকা। আসল ওষুধ সহজে ভাঙা যায় না, নকল ওষুধ সামান্য চাপেই গুঁড়ো হয়ে যায়।