সংবাদ সারাদেশ

আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজ গ্রেফতার

সংবাদ চলমান ডেস্ক:

সাভারে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে (৪২) তিন নারীসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

বুধবার ভোর রাতে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৪।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সমাজের অসহায় নারীদের বিদেশে পাচার করে আসছিলো।

পরে ভুক্তভোগী নারীরা র‌্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দিলে র‌্যাব পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মরিয়া হয়ে ওঠে। পরে আজ ভোর রাতে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠারসময় হাতেনাতে পাচারকারী চক্রের প্রধানকে আটক করা হয়।

এসময় লিমা আক্তার (২২), পিয়াঙ্কা (২৯) ও তাসলিমা আক্তার আন্নিকে (২৭) উদ্ধার করা হয়।

এসময় র‌্যাবের ওই কর্মকর্তারা আরও বলেন, পাচারকারী ওই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার বিরুদ্ধে আজ দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button