তর্ক করায় স্বামীকে কুপিয়ে হত্যা স্ত্রীর
চলমান ডেস্ক: বাগেরহাটের মোংলায় তর্ক করায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হীরা বেগম পলাতক রয়েছেন। নিহত স্বামীর নাম তরিকুল ইসলাম।
শনিবার সকাল ১০টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তরিকুলের মৃত্যু হয়।
শুক্রবার রাতে পৌর শহরের বটতলার মুন্সিপাড়া এলাকার তরিকুলের নিজ বাড়িতে তাকে তর্কের জেরে দা দিয়ে কুপিয়ে আহত করেন হীরা বেগম।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তরিকুল ইসলাম তার বাড়িতে ফিরলে স্ত্রীর সঙ্গে তর্ক হয়। এর একপর্যায়ে স্ত্রী দা দিয়ে তরিকুলকে কোপায়। পরে তরিকুলের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।
মোংলা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক দ্বন্দ্বে হীরার সঙ্গে তরিকুলের তর্ক হয়। এর জেরে স্ত্রী হীরা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীকে কোপায়। এতেই তরিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।