সারাদেশ
টেকনাফে মানব পাচারকারী ৫ দালাল আটক
চলমান ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানব পাচারে সম্পৃক্ত ৫ দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-টেকনাফ সদরের হাবিব ছড়ার মৃত দুদু মিয়ার ছেলে মোহাম্মদ কাশেম, পল্লান পাড়ার মুস্তাফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), মহেশখালীয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে আব্দুল গফুর (৩৮), হোয়াইক্যং কাঞ্জর পাড়ার নুরুল হকের ছেলে নুরুল আবসার (২৪) ও উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্পের মাহমুদুর রহমানের ছেলে সৈয়দ আলম (৪০)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মানব পাচারে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।