সারাদেশ

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

চলমান ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদে একটি বহুতল ভবনের নিচতলার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে মতিয়ার পোল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী ডেইলি বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল পৌনে ৩টার দিকে মতিয়ার পোল এলাকার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন ফরিদ আহমেদ চৌধুরী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button