কোলকাতায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশী স্কুল শিক্ষক নিহত
চলমান ডেস্ক: ভারতের কোলকাতায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন ঝিনাইদহ শৈলকুপার কবির রানা ওরফে খবির (৫১) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। এ সময় তার সাঙ্গে থাকা তার স্ত্রী শাহারা কবির আহত হন। শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিয়ালদাহ স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত কবির রানা চর আউশিয়া গ্রামের মৃত ছানারুদ্দিন বিশ্বাসের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের যাদবপুর জিআরপি থানার পুলিশ মোবাইল ফোনে দূর্ঘনার খবর পরিবারকে জানায়।
নিহতর জামাই ইসরাফিল হোসেন জানান, তার শশুর কবির রানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চিকিৎসার জন্য বৈধভাবে শুক্রবার সকালে শাশুরীকে সঙ্গে নিয়ে দর্শনার গেদে স্থল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেন। শনিবার ভারতের পিয়ারলেস হাসপাতালে তাদের ডাক্তার দেখানোর কথা ছিল। হঠাৎ রাত ৮টার দিকে ভারত থেকে একটি মোবাইল কল আসে তাদের কাছে। যাদবপুর জিআরপি থানার পরিচয় দিয়ে রেলওয়ে পুলিশ জানান, কবির রানা নামের এক ব্যক্তি কোলকাতার শিয়ালদাহ স্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এবং তার স্ত্রী শাহারা কবির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার যেন দ্রুত নিহত ও আহত ব্যক্তিকে দেশে ফেরার ব্যবস্থা করে দেন এ দাবি নিহতের পরিবারের।